লালমনিরহাট প্রতিনিধি::ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গনহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিএনপির উদ্যোগে দুই দিনের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে লালমনিরহাটে।জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী লালমনিরহাট মিশনমোড়ে হামার বাড়ির সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্ষমতার অপব্যবহার করে লালমনিরহাটে যারা দুর্নীতি, অনিয়ম করে অবৈধ টাকার মালিক হয়েছেন।তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।আওয়ামীলীগ সারাদেশে নৈরাজ্য, হত্যাযজ্ঞ চালিয়ে শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে। অবিলম্বে এদের গ্রেফতার করে বিচার করতে হবে।আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। তাই আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান তিনি।জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে ছাত্রজনতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ সহ নেতৃবৃন্দ। এ সময় বিএনপি সহ সকল অংগসংগঠনের নেতাকর্মীগন অংশ নেয়।
Newer Post
লালমনিরহাটে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত Older Post
লালমনিরহাটে কাজে ফিরল পুলিশ, জনমনে স্বস্তি
COMMENTS