ছাত্র জনতার গণমিছিল’ ব্যানারে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়কে অবস্থান

Homeসর্বশেষ

ছাত্র জনতার গণমিছিল’ ব্যানারে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়কে অবস্থান

লালমনিরহাটে ‘ছাত্র জনতার গণমিছিল’ ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে। শুক্রবার (২ আগস্ট) বিকালে গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এসময় ঢাকা-বুড়িমারী মহা সড়কের উভয় পাশে লম্বা লাইনে শত শত যানবাহন আটকা পড়ে।

এ সময় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমনপীড়ন বন্ধ, কারফিউ তুলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পদত্যাগের দাবি জানান তারা।

এ সময় বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে দুষ্কৃতকারীরা ঢুকে বিশৃঙ্খলা করেছে। প্রশাসনের দায়িত্ব তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু তারা তা না করে সাধারণ শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার করছে। শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে অভিভাবকদের বিরক্ত করছে।

এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৯ দফা দাবি মেনে নেওয়া না হলে তাদের আন্দোলন চলবে। পরে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা পুনরায় বিক্ষোভ মিছিলসহ ফিরে যান।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: 0