লালমনিরহাটে কাজে ফিরল পুলিশ, জনমনে স্বস্তি

Homeসর্বশেষ

লালমনিরহাটে কাজে ফিরল পুলিশ, জনমনে স্বস্তি

স্টাফ রির্পোটার: টানা সাতদিন কর্মবিরতি শেষে আজ সোমবার লালমনিরহাটে কাজে ফিরেছে পুলিশ। ট্রাফিক ব্যবস্থাপনা,জনসাধারন ও ব্যবসা কেন্দ্র সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা দিচ্ছে পুলিশ সদস্যরা। ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এজন্য পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাচ্ছে জনসাধারণ।
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা হয়।এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে যোগ সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলো। এ আন্দোলনে শিক্ষার্থী, সাধারন মানুষ সহ পুলিশ নিহত হয়।একপর্যায়ে গত সোমবার সরকার পদত্যাগ করে দেশত্যাগ করে।সেদিন থেকেই নিজেদের নিরাপত্তার কথা ভেবে পুলিশ কর্মবিরতি শুরু করে।ফলে দেশবাসি নিরাপত্তাহীনতায় পড়ে।ভয়ে আতংকে লোকজনের রাতের ঘুম হারাম হয়ে যায়।বেড়ে যায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবনতা।সাধারন জনগন ভয়ে আতংকে থাকে।টানা সাতদিন কর্মবিরতি শেষে আজ সোমবার দুপুরে লালমনিরহাট জেলায় পুলিশ কাজে যোগ দেয়।ট্রাফিক ব্যবস্থাপনা সহ সড়কে নিরাপত্তা দেয়া শুরু করে পুলিশ। রাস্তায় টহল বৃদ্ধি করে।ফলে জনমনে স্বস্তি ফিরে আসে।বাড়ে কর্মচঞ্চলতা।পুলিশের কাজে যোগদানকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী সাধারণ মানুষেরা।
জন সাধারণ জানান পুলিশ তাদের কাজে ফিরায় মনে শান্তি ফিরে পাচ্ছি। পুলিশ গত কয়েকদিন না থাকায় আমরা আতঙ্কে ছিলাম। এছারাও পুলিশের কাজকে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছেন নাগরিকেরা।

পুলিশ সুপার মোহাম্মাদ সাইফুল ইসলাম বলেন লালমনিরহাটের ৫টি থানায় পুলিশ নিয়মিত কার্যক্রম শুরু করেছে। পুলিশ জনগনের সেবায় নিয়োজিত রয়েছে।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: 0