বুড়িমারী স্থলবন্দরে সি এন্ড এফের কমিটি গঠন

Homeসর্বশেষ

বুড়িমারী স্থলবন্দরে সি এন্ড এফের কমিটি গঠন

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ক্লিয়ারিং এন্ড ফরোওয়ার্ডিং(সিএন্ডএফ) এজেন্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
বুূধবার সকালে বুড়িমারী স্থলবন্দর সভাকক্ষে মেসার্স এম আর ইন্টারন্যাশনাল লিঃ এর স্বত্বাধিকারী এ এস এম নিয়াজ নাহিদের আহবানে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের চলমান পরিস্থিতির কারণে পূর্বের কমিটির কার্যক্রম না থাকায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পরে।রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত সিএন্ডএফ এজেন্ট সদস্যদের মতামতের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হয়।
এতে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে মেসার্স বেনকো এর স্বত্বাধিকারী মোঃ ফারুক হোসেন সেন্টু কে সভাপতি ও এম আর ইন্টারন্যাশনাল লিমিটেড এর স্বত্বাধিকারী এ এস এম নিয়াজ নাহিদ কে সাধারণ সম্পাদক করা হয়। এ সভায়
সভাপতিত্ব করেন করেন লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবীর সওদাগর। এছাড়াও এ কমিটির সভায় উপস্থিত ছিলেন এন এস আর ট্রেডিং এর স্বত্বাধিকারী আমীর হামজা, রিয়াদ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রেজওয়ান হোসেন, এফবিসিসিআই এর সদস্য ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ এস এম নেওয়াজ নিশাদ,আহার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী সফিয়ার রহমান প্রমুখ।আগামী ৭দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি হবে বলে জানা যায়।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: 0