লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তিস্তা নদী ভেসে আসা ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষা. বন ও পরিবেশ মন্ত্রী রামচন্দ্র পাউডেলের অর্ধগলিত মরদেহ হস্তান্তর করা হয়েছে।গত মঙ্গলবার রাত ১২ টার দিকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়।এর আগে গত ১৫ জুলাই দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন গ্রামের তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত উলঙ্গ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। পরে পুলিশ মরদেহের পরিচয় জানার জন্য দেশের বিভিন্ন থানার পাশাপাশি ভারতের কাছেও বার্তা পাঠায়। মঙ্গলবার ভারতীয় কর্তৃপক্ষ জানায়, মরদেহটি সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রী রামচন্দ্র পাউডেলের । ময়না তদন্ত শেষে আদিতমারী থানা পুলিশ মঙ্গলবার বিকালের দিকে মরদেহ নিয়ে বুড়িমারী স্থল বন্দরের দিকে রওনা করে। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাত ১২ টায় মরদেহটি হস্তান্তর করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ও বুড়িমারী বিজিবি বিওপির কমান্ডার হাফিজুুল ইসলাম। এসময় ভারতের মেখলিগঞ্জ মহকুমা পুলিশ কর্মকর্তা আশীষ পি সুব্বা, মেখলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস,রামচন্দ্র পাউডেলের মেয়ে জামাই নীল শেখ. দুই দেশের গণমাধ্যম কর্মীসহ বিজিবি,বিএসএফরা উপস্থিত ছিলেন।