বহমান সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন লালমনিরহাটের সৌরভ

Homeসর্বশেষ

বহমান সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন লালমনিরহাটের সৌরভ

লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রযোজিত জান্নাতুল ফেরদৌস নীলা ও রাজিব সালেহীন পরিচালিত “বহমান” শিরোনামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন লালমনিরহাট জেলার কৃতি সন্তান সৌরভ সাহা । গত ২৯ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট হলরুমে মহরত অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) অভিনয় কোর্সের একঝাঁক অভিনয়শিল্পী অভিনয় করবেন এই সিনেমায়।
মহরত অনুষ্ঠান শেষে সিনেমায় অভিনেতা ও অভিনেত্রীদের সাথে চুক্তি স্বাক্ষর সম্পাদিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের পক্ষে গাজী রাকায়েদ হাসান।
জান্নাতুল ফেরদৌস নীলা ও রাজিব সালেহীন এর গল্পে নির্মিত চলচ্চিত্রটির সার্বিক তত্বাবধানে রয়েছেন কিংবদন্তী অভিনেতা,নাট্যকার,পরিচালক গাজী রাকায়েত হোসেন। সিনেমাটির সাথে যুক্ত হতে পেরে কেমন লাগছে এমন প্রশ্নের উত্তরে সৌরভ সাহা বলেন,প্রথম সিনেমাটিতেই গাজী রাকায়েত স্যারের সান্নিধ্য পেয়েছি এটা আমার জন্য অনেক বড় কিছু আশা করি ভালো কিছু করতে পারবো।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: 0