লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের উন্নয়ন ও করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা গত শনিবার সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স কনভেনশন হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতি আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সমিতির সাবেক সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্টা এম এ কাদের সহ মেজবাহ উল আযম সওদাগর, আলহাজ্ব শফিউল আলম,রাশেদুল ইসলাম রঞ্জু,ফরিদা ইয়াসমিন সহ অন্যান্যরা।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লালমনিরহাট জেলা উন্নয়নে অনেক পিছিয়ে রয়েছে। বিগত সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন বৈষম্য করা হয়েছে। আমরা সরকারে গেলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়ন করব।এ সময় তিনি আলোকিত লালমনিরহাট গড়তে সবার সহযোগিতা কামনা করেন। জেলায় কর্মসংস্থান সৃষ্টি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা সহ নানাবিধ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
COMMENTS