লালমনিরহাটে যে কয়জন রাজনৈতিক ব্যক্তি রয়েছেন তার মধ্যে চিত্তরঞ্জন দেব সর্বশ্রেষ্ঠ। উনি আমাদের যে রাজনৈতিক দর্শণ,আদর্শ যে গুণ রেখে গেছে তা যেন আমরা ধারণ করি। আজ ১১ অক্টোবর রাতে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে গিয়ে একথা বলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
তিনি বলেন এই বাড়ির পূজা একটি ঐতিহ্যবাহী আমার সৌভাগ্য হয়েছিলো আমি কমরেড চিত্তরঞ্জন দেব এর পাশাপাশি থেকে রাজনিতী করতে পেরেছি। তিনি আমাকে খুব স্নেহ করতেন। আমি প্রতিবছর শারদীয় দুর্গোৎসব এই বাড়িতে আসতাম।
অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু আরও বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রিতীর দেশ আবহমানকাল থেকে এদেশের সকল ধর্মের মানুষে পাশাপাশি থেকে সকলকে আমরার সহযোগিতা করে আসছি। মাঝে মাঝে রাজনৈতিক পটপরিবর্তনের কারনে কিছু দুর্শিকৃতিকারী
পানি ঘোলা করার চেষ্টা করে।এবারের শারদীয় উৎসব নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিলো।আমরা মনে করি সেই ষড়যন্ত্র কার্যকরী হয়নি,বিশেষ করে আমার লালমনিরহাটে।যেদিন জন্মষ্ঠামীর অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এবারের শারদীয় উৎসবটা আগের তুলনায় আরও বেশি আনন্দঘন ও শান্তিপূর্ণ হবে। আজকে আমি যে জায়গায় যাচ্ছি ভক্তবৃন্দের যে ঢল লক্ষ্য করছি তাদের মধ্যে কোন সংকচ নেই,ভয় নেই,ভিতী নেই এটিই বাংলাদেশ।
এসময় দেব বাড়ি পূজা মন্দির (অমৃত সংঘ)এর সাধারন সম্পাদক জয়ন্ত কুমার দেব, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এ কে এম মমিনুল হক,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,জেলা যুবদল সভাপতি আনিছুর রহমানসহ বিএনপির নেতাকর্মী,পূজা কমিটির সদস্য ও ভক্তগণ উপস্থিত ছিলেন।
COMMENTS