যে আমাদের মনে করছে আমরা তার,যে আমাদের মনে করছেনা আমরা তারও , এই স্লোগানে লালমনিরহাটে সৃজনশীল শিল্প মাধ্যম সুন্দরম এর তিন দশক পূর্তি উৎসব পালিত হয়েছে। লালমনিরহাট জেলা সদরের সোনালী পার্কের মীর লাইব্রেরি হলরুমে রোববার রাতে অনুষ্ঠিত এ বর্ষপূর্তি অনুষ্ঠানে কবিতা আবৃত্তি,গান,গল্প,নাচ পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।সুন্দরম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক পি কে বিক্রম এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কবি,সাহিত্যিক ও সমাজসেবক জাকিউল ইসলাম ফারুকী। কবি ও নাট্যকার নিশিকান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন সুন্দরম’র সদস্য রিয়াজুল হক সরকার,মজিবর রহমান,মাখন লাল দাস সহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
COMMENTS