লালমনিরহাটে সুজন’র মানববন্ধন

Homeসারা দেশ

লালমনিরহাটে সুজন’র মানববন্ধন

লালমনিরহবট প্রতিনিধি: রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক অসম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমনিরহাট জেলার মিশনমোড়ে সুশাসনের জন্য নাগরিক সুজন এর উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুজন এর জেলা কমিটির সহসভাপতি সাবেক অধ্যক্ষ আমিরুল হায়াত মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার করে সবার জন্য সুশাসন নিশ্চিত করতে হবে।দেশের যে সব জেলায় বন্যা দেখা দিয়েছে। সে সব এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর পরামর্শ দেন।এ মানববন্ধনে সুজন এর সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা,সদস্য অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায়,অধ্যক্ষ এন্তাজুর রহমান সহ অন্যান্যরা অংশ নেন।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: 1