লালমনিরহাটে বাজার নিয়ন্ত্রণে গ্রীন ভয়েস টীম

Homeসর্বশেষ

লালমনিরহাটে বাজার নিয়ন্ত্রণে গ্রীন ভয়েস টীম

লালমনিরহাট প্রতিনিধি::চলমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে শুক্রবার সকালে লালমনিরহাটের বিভিন্ন কাঁচামালের দোকান,মুরগীর বাজার,ইলিশ মাছ,মাংস সহ বিভিন্ন দোকানে যান লালমনিরহাট গ্রীন ভয়েস স্যগঠনের শিক্ষার্থীরা।সংগঠনের জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রানার নেতৃত্বে টীমের সদস্যরা জেলা সদরের পৌরসভা এলাকার সেনামৈত্রি হকার্স মার্কেটে ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখার আহবান জানান।এ সময় তারা দ্রব্যমূল্যের দামের তালিকা টাঙানোর পরামর্শ দেন।ক্যাব লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন এ সচেতনতামূলক কাজে অংশ নেন। শিক্ষার্থীদের এ সচেতনতামূলক কাজের প্রশংসা করেন ভোক্তারা। ব্যবসায়ীরা বলেন বর্তমানে বেশ কিছু পণ্যের দাম বাজারে কমে গেছে।পরিস্থিতি স্বাভাবিক হলে আর পরিবহন চলাচল বাড়লে দাম আরো কমবে।এসময় গ্রীন ভয়েস লালমনিরহাট সরকারি কলেজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,আরিফুজ্জামান, নুরজাহান সুমি,খাদিজা ইসলাম সহ সদস্যরা উপস্থিত ছিলেন।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: 0